• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বিশ্ববিদ্যালয় তদারকিতে আইনের বাইরে না যাওয়ার নির্দেশ

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রতিনিধিদলটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয় তদারকি ও অনুমোদন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আইনের বাইরে যাওয়া যাবে না, কঠোরভাবে আইন অনুসরণ করতে হবে।

আইন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ক্ষমতা ও সামর্থ্য বাড়ানো হবে বলে জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশন একটি গবেষণা নীতিমালা তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পিএটিসির মতো একটি প্রশিক্ষণ একাডেমি চান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

দেশে সরকারি বেসরকারি মিলে এখন ১৫৫টির মতো বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান ইউজিসির জনবল বাড়ানোর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন।

ইউজিসি কঠোরভাবে বিদ্যমান আইন-কানুন অনুসরণ করছে উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, এক্ষেত্রে কাউকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

আজকের খুলনা
আজকের খুলনা