• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিশেষ ব্যবস্থায় পশ্চিমবঙ্গ থেকে ফিরলেন ৮১ বাংলাদেশি

আজকের খুলনা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের কারণে আটকে পড়া ৮১ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, বিশেষ ব্যবস্থায় কলকাতা থেকে ফেরা ৮১ বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষায় অধিক কড়াকড়ি ও সতর্কতা অবলম্বন করা হয়েছে। কারো শরীরেই করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে প্রত্যেককেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বলেন, ভারত থেকে আসা বাংলাদেশিদের বাড়ি খুলনা, ঢাকা, চট্রগ্রাম, বরিশাল, রাজশাহীর বিভিন্ন জেলায়। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রত্যেকের পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর রাখা হয়েছে। তাদের প্রতি নজর রাখতে সেগুলো জেলায় পাঠিয়ে দেয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা