• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বিলিয়নিয়ার ক্লাবে অ্যাপলের টিম কুক

আজকের খুলনা

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

অ্যাপলের সিইও টিম কুক বিলিয়নিয়ারদের ক্লাবে নাম লেখালেন। প্রতিনিয়ত বাড়ছে অ্যাপলের বাজারমূল্য। এতে টিম কুকের সম্পদের পরিমাণও বেড়েছে। তার মালিকানায় কোম্পানিটির ৮ লাখ ৪৭ হাজার ৯৬৯টি শেয়ার আছে।

বর্তমানে অ্যাপলের মূলধন ১.৮৪ ট্রিলিয়ন ডলার (১ লাখ ৮৪ হাজার কোটি ডলার)। এই গতি অব্যাহত থাকলে অচিরেই বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ২ লাখ ট্রিলিয়ন ডলার ক্লাবে জায়গা করে নেবে অ্যাপল। অথচ মাত্র এক বছর আগে এই কোম্পানির মূল্য এক লাখ ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করে।

সাধারণত টেক কোম্পানির প্রতিষ্ঠাতারাই শত কোটিপতির ক্লাবে জায়গা পান। কিন্তু শুধুই সিইও হয়ে বিলিয়নিয়ার হয়ে বিরল ঘটনার জন্ম দিয়েছেন টিম কুক। ১৯৯৮ সালে তিনি কম্পিউটার নির্মাতা কোম্পানি কম্প্যাক ছেড়ে অ্যাপলে আসেন প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কথায়। অ্যাপল যোগ দিয়েছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব ওয়ার্ল্ড ওয়াইড অপারেশন পদে। ২০১১ সালের ২৪ আগস্ট স্টিভ জবস অ্যাপল থেকে পদত্যাগ করলে সিইও পদে সুযোগ পান তিনি।

গত সপ্তাহে এই ১০০ বিলিয়ন ডলার বা সেন্টিবিলিয়নিয়ারের ক্লাবে ঢুকে পড়েন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ এখন ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার।

আজকের খুলনা
আজকের খুলনা