• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিমানবন্দর আর্ন্তজাতিক মানে উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

জেলার সৈয়দপুর বিমানবন্দর আর্ন্তজাতিক মানে উন্নীতের কাজ দ্রুত এগিয়ে চলছে। সম্পন্ন হয়েছে জমি অধিগ্রহণের ফিল্ড বুক তৈরীরর কাজ। এ কাজে প্রথম পর্যায়ে বরাদ্দ হয়েছে ৪ শত ৫০ কোটি টাকা।

বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতেরসাথে পাল্টে যাবে উত্তরাঞ্চলের উন্নয়নের দৃশ্যপট। আকাশ পথে যোগাযোগ স্থাপন হবে ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের। জেলায় অবস্থিত উত্তরা ইপিজেডে সহজেই আসা যাওয়া করতে পারবে বিদেশী বিনিয়োগকারী। রপ্তাণী সহজ হবে এলাকার কৃষি পণ্যসহ উত্তরা ইপিজেডে উৎপাদিত সামগ্রী। বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে এলাকায় সম্প্রসারণ হবে শিল্প ও বাণিজ্যের।

সৈয়দপুর উপজেলা প্রশাস সূত্র জানায়, বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করনে ৯১২ দশমিক ৯০ একর জমি অধিগ্রহণ করা হবে। এসব জমির মধ্যে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়ন ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন রয়েছে। এর মধ্যে সৈয়দপুরের ৫ শ ৯৫ দশমিক ১৩ একর এবং দিনাজপুরের পার্বতীপুরের রয়েছে ৩ শত ১৭ দশমিক ৭৭ একর।

বিমানবন্দর সূত্রমতে, বর্তমানে বিমানবন্দরটির জমির পরিমাণ ১৩৬ একর। এর সঙ্গে আরও যুক্ত হচ্ছে ৯ শ ১২ দশমিক ৯০ একর। সব মিলে ১ হাজার ৪৮ একর জমির ওপর গড়ে উঠবে আন্তর্জাতিক বিমানবন্দরটি। এতে থাকবে ১২ হাজার ফুট রানওয়ে, নতুন বিমানবন্দর টার্মিনালসহ যাবতীয় অবকাঠামো। উন্নয়ন কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে ২০২০ সালের মধ্যে ।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, ২০১৭ সালে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীতের উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উন্নয়নের মাধ্যমে আকাশ পথে ভারত, ভুটান, নেপাল, চীনেরসাথে বাণিজ্যের সম্প্রসারণ হবে। পর্যটন ও শিল্প বাণিজ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বিমানবন্দরটি।

আজকের খুলনা
আজকের খুলনা