• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বিপিএলের পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন মুশফিক

আজকের খুলনা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশের ক্রিকেট সবচেয়ে খারপ সময়টা পার করেছে গত অক্টোবর মাসে। ক্রিকেটারদের ১১ দফা দবিতে স্থবির হয়ে পড়েছিল দেশের ক্রিকেট। অনিশ্চয়তার কালো মেঘে ঢাকা পড়ে যায় দেশের ক্রিকেট। এরপর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করেন।

১১ দফার দ্বিতীয় দাবিটি ছিল বিপিএলে দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের পার্থক্য কমিয়ে আনতে হবে। বঙ্গবন্ধু বিপিএল শুরু হয়ে গেছে। এবারও দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের পার্থক্য থাকছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুশফিক। এ সময় তিনি পারিশ্রমিকের এই বৈষম্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা সবসময় প্রত্যাশা মতো পারিশ্রমিক পাই না। এবার তো অনেক তাড়াতাড়ি সবকিছু হয়েছে। ভাগ্য ভালো এবার খেলাটা হচ্ছে। সেটাই অনেক। আমরা  নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি তারা সেভাবে আশ্বস্ত করেছেন। পরেরবার থেকে বেতন বা ভাতা আমরা ঠিকঠাক পাব বলে আশা করি। আমরা সারা বছর খেলি, তারপরও দেখা যায় অনেকের থেকে আমরা কম পারিশ্রমিক পাচ্ছি। যারা শুধু টি-টোয়েন্টি খেলে। এটা আমাদের জন্য ডিসক্রেডিট। বিশ্বের সব লিগে কিন্তু লোকাল খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পান।’

মুশফিক আরও বলেন, ‘আমাদের নিজেদের খেলার মানটাও বাড়াতে হবে। আমি আশা করবো আমরাও যাতে এবার ভালো খেলা দেখাতে পারি, যাতে করে আমাদের বেতনটা বৃদ্ধি পায়। আর পারিশ্রমিক বেশি হলেই যে আপনি টিম পাবেন সেটা ঠিক না। এ বছর দেখেন অনেক ভালো ভালো খেলোয়াড়ও টিম পাননি। আমার মনে হয় সে দিকটা বিবেচনা করেই আমাদের এগুলো ঠিক করা উচিত। এবারের বিপিএলটা সবার জন্য অনেক চ্যালেঞ্জিং, আমার জন্যও চ্যালেঞ্জিং।’

তবে পরেরবার থেকে পারিশ্রমিকের এই বৈষম্য আর থাকবে না বলে আশা করেন মুশফিক। মুশফিক যোগ করেন, ‘আমরা আশ্বাস পেয়েছি। আর এটা পরের বিপিএল থেকেই কার্যকর হবে। পরের বছর থেকে সব ঠিক হয়ে যাবে এমনটা আশ্বাসই আমরা পেয়েছি। আর বিদেশি প্লেয়ারদের সাথে তফাৎটা যাতে কম হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। টপ প্লেয়ার হয়তো ৪ জন বা ৫ জন আছে। কিন্তু ৫০ থেকে ৬০ জন আছে যারা প্রতি বছর দারুণ পারফর্ম করে যাচ্ছে। শফিউল, তাইজুল, রাহি এরা সবাই ভালো খেলছে। অথচ তারা ‘বি’ কিংবা ‘সি’ ক্যাটাগরিতে থাকছে। এদের দিকটা দেখলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্যেই ভালো হবে।’

আজকের খুলনা
আজকের খুলনা