• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বিদেশী পিস্তুল গুলি ও ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ মে ২০১৯  


জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলার যুগ্নিপাশা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ১রাউন্ড গুলি ও ৮০ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল ইসলাম মাসুম (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ চক্রের আরও ২/৩ ব্যক্তি প্রাইভেট কারসহ পালিয়ে যায়। এ ব্যাপারে ফুলতলায় থানায় মামলা হয়েছে। 
পুলিশ জানায়, অভয়নগরের নওয়াপাড়া এলাকার রবিউল ইসলাম বিশ্বাস পুত্র আশরাফুল ইসলাম মাসুম (২৮) ও বেনাপোল এলাকার সালাম (৩০) সিন্ডিকেটের মাধ্যমে ভারত থেকে অস্ত্র ও মাদকদ্রব্য এনে খুলনা ও যশোর এলাকায় বিভিন্ন পয়েন্টে সরবরাহ করে । শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে যুগ্নিপাশা পশ্চিমপাড়া এলাকায় মাদক ও অস্ত্র সরবরাহ করা হবে এমন তথ্যের ভিত্তিতে খুলনার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কনি মিয়া ও এসআই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঐ এলাকায় অবস্থান নেয়। যথাসময়ে তারা যুগ্নিপাশা তিন রাস্তার মোড়ে পৌছে প্রাইভেট কারের পেছন থেকে আশরাফুল ইসলাম মাসুম একটি প্লাষ্টিকের বস্তা নামানোর সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা তার সহযোগিরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ প্লাষ্টিকের ঐ বস্তা থেকে বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ম্যাগজিন ও ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার  করে। এ ব্যাপারে এসআই মুক্ত রায় চৌধূরী পিপিএম বাদি হয়ে আশরাফুল ইসলাম মাসুম, সালাম ও অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে ফুলতলা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা (নং-১০ ও ১১ ) দায়ের করেন। এদিকে রোববার আসামী আশরাফুল ইসলাম মাসুমকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। 

আজকের খুলনা
আজকের খুলনা