• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বিটাকের ভিশনারি মাস্টার প্ল্যান-২০৩০ অনুমোদিত

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ ও ২০৪১ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ বাস্তবায়নে শিল্প খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ম্যানুফেকচারিং খাতে কর্মসংস্থান ২৫% ও জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫%-এ উন্নীত করতে হবে।

বর্তমান সরকারের রূপকল্প-২০২১ ও ২০৪১ এবং এসডিজি বাস্তবায়নের শিল্প খাতকে সহায়তা করার জন্য বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর মহাপরিচালক ড. মো. মফিজুর রহমান একটি নতুন বিটাক প্রতিষ্ঠার জন্য ভিশনারি মাস্টার প্ল্যান-২০৩০ প্রণয়ন করেছেন। ২৩ আগস্ট অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে আয়োজিত সেমিনারে বিটাকের ভিশনারি মাস্টার প্ল্যান-২০৩০ চূড়ান্ত করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম। ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এই পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন যোগ্যতা ও মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করার বিষয়টি মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার জন্য তিনি মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদ, অতিরিক্ত সচিব ফৌজিয়া নাহার, বিসিকের চেয়ারম্যান মো. মোসতাক হাসান, লাইট ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাকসহ অন্য অতিথি বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

আজকের খুলনা
আজকের খুলনা