• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ের হরিপুরের কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।  নিহত কামাল হোসেন (৩০)  হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী ঘটনা নিশ্চিত করেছেন।

বিজিবি’র এই কর্মকর্তা জানান, এ ব্যাপারে ১৪৬ ফুলবাড়ি ব্যাটালিয়ন বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের হরিপুর কাঠালডাঙ্গী এবং ভারতের নারগাঁও সীমান্তের নারগাঁও বিওপি সংলগ্ন নো ম্যানস ল্যান্ডে আজ বেলা সাড়ে ১১ টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে বিএসএফ পিটিয়ে হত্যা বা এ জাতীয় কোনও ঘটনার কথা অস্বীকার করেছে।

বিজিবি সূত্র জানায়,  বৃহস্পতিবার রাত ১টার দিকে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ মেইন পিলারের ওপারে কামালসহ ৮/১০ জন চোরাকারবারী ভারতে অনুপ্রবেশ করে। এসময় নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা কামালকে আটক করে। পরে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে মুমূর্ষু অবস্থায় ছেড়ে দেয় বিএসএফ। ছাড়া পেয়ে আহত কামাল কোনোভাবে নো ম্যানস ল্যান্ডে এসে অজ্ঞান হয়ে পড়েন। সীমান্তের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভোর ৪টার দিকে বিজিবি’র সোর্সরা তাকে সীমান্ত সংলগ্ন তার বাড়িতে নিয়ে যান। ততক্ষণে কামালকে মৃত দেখতে পান পরিবারের সদস্যরা। কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও ডান হাত ভাঙ রয়েছে বলে জানান স্থানীয় গেদুরা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, যা বিজিবিও স্বীকার করেছে। 

আজকের খুলনা
আজকের খুলনা