• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিএল কলেজের সাবেক প্রফেসর কে এ মালেক আর নেই

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯  


বিএল কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, সরকারি ফুলতলা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আলকা পূর্বপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলতলা আলকা গ্রামের বাসিন্দা প্রফেসর কে এ মালেক (৯০) বৃহস্পতিবার সকাল ৬টায় খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন)। মৃত্যকালে তিনি ২পুত্র, ১কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ আসর ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, অধ্যক্ষ আঃ রশিদ, মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক আঃ রউফ, শেখ রওশন আলী, মাষ্টার নুরুজ্জামান সরদার, মঈন সরদার, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, শামসুল আলম খোকন, তাপস কুমার বিশ্বাস, মোঃ নেছার উদ্দিন, প্রভাষক গাজী এনামুল হক, ব্যবসায়ী মতিয়ার রহমান বিশ্বাস, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ সেকেন্দার আলী। এদিকে সরকারি ফুলতলা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর কে এ মালেক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কলেজ ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এমপি, তত্ববধায়ক ইউএনও পারভীন সুলতানা, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্মসহ শিক্ষকবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন ফুলতলা পাবলিক স্কুল পরিচালক ডাঃ গাজী আঃ আজিজ, প্রধান শিক্ষক ডাঃ সুলতানা ফারুক প্রমুখ।     

আজকের খুলনা
আজকের খুলনা