• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বারাকপুর সন্ন্যাসী ঘাটে বিবাদীদের জোরর্প্বূক ইজারা আদায়

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

খুলনার দিঘলিয়া উপজেলাস্থ খুলনা জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নামে ইজারাকৃত বারাকপুর সন্ন্যাসী ঘাটে বিববাদীরা জোরপূর্বক ইজারা আদায় করছে। মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে বিবাদীদের ইজারা আদায় করতে নিষেধ করা হলে তারা বাদী পক্ষকে জীবননাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় বাদী হাসান ফকির দিঘলিয়া থানায় গতকাল একটি জিডি বরেছেন। 
জিডিতে তিনি উল্লেখ করেছেন, দিঘলিয়া উপজেলার মাধপুরের বিবাদী সোবাহান খাঁ, তার স্ত্রী নার্গিস বেগম বুলু মোল্লা ইতোপূর্বে এই ঘাটে বাদী পক্ষের নির্দেশে ইজারা আদায় করতে গিয়ে ১কোটি ৬লাখ ৬৪হাজার ৫৮০টাকা আত্মসাত করেন। এ বিষয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে। যার তদন্ত করছে পিবিআই। গতকাল  ওই বিবাদী ও আরও অজ্ঞাত ২/৩জন মিলে ইজারাকৃত বারাকপুর সন্ন্যাসী ঘাটে জোরপূর্বক ইজারা আদায় করছে। ইজারা আদায় করতে তাদের নিষেধ করলে বিবাদীরা জীবনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে খুলনা জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি কাজী মাহমুদ আলী খোকন ও সাধারণ সম্পাদক শাহীন আজাদের সাথে আলাপ আলোচনা করে বাদী হাসান ফকির জিডি করেন।

আজকের খুলনা
আজকের খুলনা