• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

ঝালকাঠিতে পারিবারিক কলহের জের ধরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আলতাফ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকারের ছেলে। আসামী পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে আব্দুল বারেক ছেলে আলতাফকে বাড়ির উঠান থেকে ঘরে লাকড়ি তুলে আনতে বলেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলে তার বাবা আব্দুল বারেক খন্দকারকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার তিনি দিন পর বরিশালে একটি হাসপাতালে বারেক খন্দকার মারা যান। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো শহিদুল ইসলাম তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার দুপুরে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌশলী এম আলম খান কামাল ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন মঞ্জুর হোসেন।

আজকের খুলনা
আজকের খুলনা