• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারে ত্রাণ দিল সেনাবাহিনী

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

বান্দরবানের দুর্গম এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে সরকারের ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।

অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জেলার রুমা ও থানচি উপজেলার কয়েকটি ইউনিয়নে সরকারের ত্রাণ সামগ্রী দিতে পারেনি স্থানীয় প্রশাসন। এ প্রেক্ষিতে সেনাবাহিনীর সহযোগিতা চায় পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন। তাদের অনুরোধের পর হেলিকপ্টারে কোরে দুর্গম এলাকায় ত্রাণসামগ্রী পৌছে দেয় তারা। এরপর স্থানীয় জনপ্রতিধিদের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৬০ পরিবারের মাঝে তা বিতরণ করা হয়।

এ সময় বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেয়িার জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল এমরান, মেজর ইফতেখারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা