• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বান্দরবানে ৪২ শিক্ষার্থী কোয়ারেন্টিনে

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটিতে বাড়ি ফেরার পর বান্দরবানের ৪২ শিক্ষার্থীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা সবাই দিনাজপুরের একটি মিশন স্কুলের শিক্ষার্থী। শুক্রবার (২৭ মার্চ) সকা‌লে বান্দরবানে আসার পর শহ‌রের এক‌টি হো‌স্টে‌লে সরকারি ব্যবস্থাপনায় হোম কোয়া‌রেন্টিনে রাখা হয় তাদের।

 

জানা‌ গে‌ছে, ওই ৪২ জন শিশু শিক্ষার্থী দিনাজপু‌রের এক‌টি মিশ‌নে লেখাপড়া করতো। কিন্তু করোনার কারণে স্কুল ও আশ্রমগু‌লো সরকারিভা‌বে বন্ধ করে দেয়। এজন্য তারা শুক্রবার সকা‌লে ক‌য়েকজন অ‌ভিভাব‌কের স‌ঙ্গে বান্দরবান ফি‌রে আ‌সে। খবর পে‌য়ে প্রশা‌সনের নি‌র্দে‌শে বাসস্টেশন থেকে সদরের একটি হোস্টেলে নিয়ে যাওয়া হয় তা‌দের। সেখা‌নে সরকারি ব্যবস্থাপনায় ‌শিক্ষার্থী‌দের হোম কোয়ারেন্টিনে রাখা হ‌য়ে‌ছে।

এদের মধ্যে বান্দরবা‌নের রুমার ২৯ জন, রোয়াংছড়ির ১০ জন, থানচির ২ জন এবং সদরের একজন শিক্ষার্থী রয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রশাসনকে অবহিত করে শিক্ষার্থী‌দের হোম কোয়া‌রেন্টিনে রাখা হ‌য়ে‌ছে। মেয়াদ শেষে তাদের নিজ নিজ বা‌ড়ি‌তে পাঠিয়ে দেওয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা