• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ’লীগ সভাপতিসহ নিহত ২

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

বান্দরবানের জামছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচুনো মারমা (৫৪) নিহত হয়েছেন। ঘটনার সময় আতঙ্কে আরও একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচুনো মারমা এবং আতঙ্কে স্ট্রোক করে মারা গেছেন বাখোয়াই মারমা (৬৩) নামে এক বৃদ্ধ।

আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে জামছড়িতে অস্ত্রধারী ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। এ সময় তাদের গুলিতে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাবেক যুবলীগের নেতাসহ আরও ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

এ দিকে আতঙ্কে পাহাড়ি গ্রামের মানুষেরা দিগ্বিদিক ছোটাছুটি করেন। জামছড়ি বাজারের ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের এক নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ সময় আতঙ্কে আরও একজন বৃদ্ধ মারা গেছেন। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা