• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাতি চিনে কেন রাস্তা পার হবেন?

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

বাংলাদেশে রাস্তায় বের হলে আমরা অনেকে ট্রাফিক আইন মানতে চাই না। অনেকে ট্রাফিক আইন না মানার কারণে সড়ক দুর্ঘটনার শিকার হন। আমাদের দেশে আইন মানার প্রবণতা কম দেখা যায়। যে কারণে সড়ক দুর্ঘটনাও বেশি ঘটে।

তবে বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় গভীর রাতে রাস্তায় যখন গাড়ির ভিড় নেই, তখনও সবাই ট্রাফিক আইন মেনে চলে। লাল বাতি জ্বললে দাঁড়িয়ে যায়। আবার সবুজ বাতি জ্বললে চলতে শুরু করে।

আসুন জেনে নিই রাস্তায় চলার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন?

১. ফোনে কথা বলবেন না।

২. জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে। জেব্রাক্রসিং না থাকলে সামনে-পেছনে, ডানে-বাঁয়ে দেখে পার হোন।

৩. ফুটওভার ব্রিজ ব্যবহার করুন।

৪. রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে লাইটের সংকেত দেখে নিতে হবে।

৫. লাল বাতি মানে থামুন, হলুদ বাতিতে তৈরি হও; সবুজে সামনে চলতে শুরু করুন।

৬. বাসে ওঠা ও নামার সময় সতর্ক থাকুন।

৭. আমাদের দেশে গাড়িগুলো সাধারণত রাস্তার বাম দিক দিয়ে চলে, তাই ডানপাশ দিয়ে হাঁটুন।

৮. বাইক চালানোর সময় ফুটপাতে উঠাবেন না।

এসব বিষয় মেনে চললে সহজে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন।

আজকের খুলনা
আজকের খুলনা