• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাতাসে থাকা করোনাভাইরাস মারার যন্ত্র আবিষ্কার ভারতে!

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

ভারতের দুই গবেষক প্রথমবারের মতো বাতাসে থাকা করোনা ভাইরাস মারার যন্ত্র আবিষ্কার করলেন। যন্ত্রটির নাম দেয়া হয়েছে এয়ালেন্স মাইনাস করোনা।

আইআইটি খড়গপুরের ডা. দেবায়ন সাহা ও এইমসের গবেষক শশী রঞ্জনের আবিষ্কৃত যন্ত্রটিতে বাতাসে থাকা করোনার জীবাণু নষ্ট হয়ে যায়।  

এই আবিষ্কারের ফলে বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজ আরো সহজ হবে। এছাড়া যন্ত্রটির সাহায্যে অক্সিডেশনের মাধ্যমেই গোটা শহরকে ভালভাবে পরিশুদ্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন তারা।  

যন্ত্রটি থেকে ফোঁটা ফোঁটা পানি বেরিয়ে বাতাস পরিস্কার করবে। তবে সাধারণ পানির পরিবর্তে ব্যবহৃত হবে আয়নযুক্ত পানি। এই পানি কোভিড-নাইন্টিনের সংস্পর্শে এলেই ভাইরাসে থাকা প্রোটিন নিস্তেজ হয়ে যাবে।  

করোনাভাইরাস নির্মূলে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন গবেষকরা।

আজকের খুলনা
আজকের খুলনা