• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাজারে আসছে টিসিবি’র আরো দেড় লাখ টন পেঁয়াজ

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০  

বাজার স্থিতিশীল রাখতে দেড় লাখ টন পেঁয়াজ আমদানি করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। এরইমধ্যে এই পেঁয়াজ দেশে এসে পৌঁছুতে শুরু করেছে। খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে এই পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি।

এই দেড় লাখ টন পেঁয়াজ আগামী এপ্রিল পর্যন্ত বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে বলে আশাবাদী সরকারি এই সংস্থাটি। এস আলম গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, বিএসএম গ্রুপ এবং সিটি গ্রুপের মাধ্যমে পেঁয়াজ আমদানি করছে টিসিবি। টিসিবি’র দেড়লাখ টন পেঁয়াজের মধ্যে ৫০ হাজার টন পেঁয়াজ আনবে এস আলম গ্রুপ। এরইমধ্যে তাদের আমদানি করা ১ হাজার ৪০ টন পেঁয়াজ গত শুক্রবার চট্টগ্রাম বন্দরে আনলোড করা হয়েছে।  এছাড়া আজ মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও বিএসএম গ্রুপের আমদানি করা ৫৬০ টন পেঁয়াজ বন্দরে ছাড় করার কথা রয়েছে।

এর আগে গত ২ নভেম্বর তুরস্ক থেকে আমদানি করা ৭২৮ টন পেঁয়াজের বাল্ব চট্টগ্রাম বন্দরে এসে পৌছে। তুরস্ক ছাড়াও নেদারল্যান্ড ও পাকিস্তান থেকেও পেঁয়াজ আমদানি করা হচ্ছে। সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে আমদানিকারকরা। প্রাতিষ্ঠানিক আমদানিকারকদের পাশাপাশি মৌসুমী আমদানিকারকরাও পেঁয়াজ আমদানি করছে। বর্তমানে ২০জন আমদানিকারকের ১৮ হাজার ৬০৯ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌছেছে। প্রতিদিনই বন্দরে কোন না কোন পেঁয়াজের চালান এসে পৌছুচ্ছে। তবে তারপরও দেশে পেঁয়াজের দাম এখনো বেশি। ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

আজকের খুলনা
আজকের খুলনা