• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের স্বাধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার। 

এসময় উপস্থিত ছিলেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, বাগেরহাট কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ আরও অনেকে।

এর আগে স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র‌্যালি বের হয় হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। 

র‌্যালিতে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

পরে অতিথিরা স্বাধীনতা উদ্যানের অভ্যন্তরে মেলায় আসা গাছের চারার স্টল ঘুরে দেখেন। 

জেলা প্রশাসকের বাস ভবনের সামনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন উপ-মন্ত্রীসহ অতিথিরা। 

২২ আগস্ট শুরু হওয়া এ মেলা ২৯ আগস্ট বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

আজকের খুলনা
আজকের খুলনা