• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাংলাদেশ ভুটান ফিফা প্রীতি ম্যাচ আজ

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

কাতার বিশ্বকাপ ফুটবল এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের রাউন্ড টু পর্বে আগামী ১০ অক্টোবর ঢাকায় কাতারের বিপক্ষে বাংলাদেশের লড়াই। চারদিন পর ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা। এই দুইটি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিতে বাংলাদেশের আমন্ত্রণে ফিফা প্রীতি ম্যাচ খেলতে শুক্রবার বিকালে ঢাকায় এসেছে ভুটান ফুটবল দল। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-ভুটান প্রথম ম্যাচ এবং ৩ অক্টোবর শেষ ম্যাচ।

এই দুই প্রীতি ম্যাচে দুই দলের দুই রকম লক্ষ্য। বাংলাদেশ চায় নিজেদের ঝালিয়ে নিতে। এরই মধ্যে বাংলাদেশ বাছাইয়ের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে ১-০ গোলে। সামনে কঠিন ম্যাচ বাংলাদেশের। জয়ের কোনো আশা নেই। শক্তির বিচারে ভারত এবং কাতার বাংলাদেশের চেয়ে অনেক ওপরে। কোনোভাবেই ম্যাচের আগাম রেজাল্ট অনুমান করা যাবে না। খারাপ কিছু হওয়ার আশঙ্কাই করা যায়। তাই আতঙ্কিত না হয়ে যেন ভালোভাবে লড়াই করা যায় সেই জ্বালানি খুঁজতেই ভুটানকে আনা হয়েছে। তার চেয়েও বড়ো কথা হচ্ছে ভুটানের চেয়ে যদি শক্তিশালী দল আনা হয় কিংবা মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো দলকে আনা হতো তাহলে হারলে র্যাংকিং আরো কমে যাবে। বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডের মতে এতো বড়ো দলের বিপক্ষে হারবে সেটা ধরেই নেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে হারটা খেলোয়াড়দের উজ্জীবিত করার চেয়ে পিছিয়ে দেবে। জেমি বললেন, ‘খেলোয়াড়দের মানসিকভাবে পিছিয়ে দেবে। একজন ফুটবলার মাঠে নামার আগে যদি মানসিক অবস্থাটা দুর্বল করে ফেলেন তাহলে সেটা মাঠের জন্য ক্ষতিকর।’ কোচ বললেন, ‘ভুটান আমাদের চেয়ে কম শক্তির দল মনে করা হলেও প্রতিপক্ষ কখনো কম শক্তির হয় না। আমরা ভুটানকে পেয়েছি। ভুটান কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই খেলছে না। তাছাড়া বড়ো কথা হচ্ছে ভুটানের বিপক্ষে জিততে পারলে খেলোয়াড়দের মানসিক শক্তিটা বেড়ে যায়। উজ্জীবিত থাকে।’ আরো একটি কথা বললেন কোচ, ‘ভুটানকে হারাতে পারলে ফিফার র্যাংকিংয়ে ওপরে উঠবে বাংলাদেশ। পাঁচ পয়েন্ট পাওয়া যাবে। আপনি যদি ব্রাজিলকে হারাতে পারেন পাঁচ পয়েন্ট পাবেন। ভুটানকে হারালেও পাঁচ পয়েন্ট।’

জেমির ফুটবলারদের উজ্জীবিত করার ম্যাচ। আর ভুটান ভাবছে এসএ গেমস ফুটবল নিয়ে। অন্তত ১০ জন ফুটবলার রয়েছেন অনূর্ধ্ব-২৩ দল গঠনের জন্য। এসএ গেমস ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল খেলবে, সেই প্রস্তুতি হিসেবে ভুটান বাংলাদেশের আমন্ত্রণ লুফে নিয়েছে। ভুটানের কোচ পেমা বললেন, ‘আমরা বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচটা দেখেছি। বাংলাদেশ হারলেও ভালো খেলেছিল।’

ভুটানে লিগ চলছে। প্রথম পর্বের খেলা শেষে ২০ ফুটবলারকে বাছাই করে ঢাকায় আনা হয়েছে। তারা অনুশীলন করেছে চার দিন। অধিনায়ক এবং সিনিয়র ফুটবলার চেনচো গ্লিসথেন বলছিলেন, বাংলাদেশের বিপক্ষে নতুন ফুটবলারদের একটা পরীক্ষা। চেনচো ভারতের ব্যাঙ্গালোর এফসিতে খেলছেন। তবে চেনচোর কথা হচ্ছে, এখানে জেতার জন্য এসেছি। অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া বললেন, ‘কাতারের চেয়ে ভুটান দুর্বল হলেও ভিন্ন ম্যাচে ভিন্ন কৌশল থাকবে।’

জাতীয় প্রাথমিক দল নিয়ে ভুটানকে মোকাবিলা করবে বাংলাদেশ। কাতারের বিপক্ষে ম্যাচের আগে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ইনজুরির কারণে দলে নেই মাসুক মিয়া জনি, ফাহাদ, মোটরসাইকেল দুর্ঘটনায় টুটুল হোসেন বাদশা ছিটকে গেছেন।

আজকের খুলনা
আজকের খুলনা