• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের উদ্যোগে ভার্চুয়াল সভা

আজকের খুলনা

প্রকাশিত: ২২ জুন ২০২০  

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং এটির সম্ভাব্য ক্ষতি মোকাবেলার সম্ভাব্য উপায় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিস। গতকাল ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ সভায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের শাখাপ্রধান, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা ও সেবা খাতে সংশ্লিষ্ট স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন।

সভায় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক স্বপন কুমার রায় প্রধান অতিথি এবং মহাব্যবস্থাপক (সুপারভিশন) গোবিন্দ লাল গাইন বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের উপমহাব্যবস্থাপক বিষ্ণুপদ কর। সঞ্চালক ছিলেন একই বিভাগের যুগ্ম পরিচালক মো. মাসুম বিল্লাহ।

সভায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা অক্ষুণ্ন রাখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। তার সুফল যাতে শিল্প-কারখানায় নিয়োজিত জনবল পায় সেজন্য উদ্যোক্তাদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানে ব্যাংকের সব শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা