• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ায় পথচারীর কারাদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কাজে বাধা প্রদান ও উস্কানিমূলক মন্তব্য করায় অলিউর রহমান চিশতী (৪৫) নামে এক পথচারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে৷

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরীর বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্ট তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

দণ্ডপ্রাপ্ত অলিউর বাংলা বাজার এলাকার বাসিন্দা।

কারাদণ্ডের বিষয়টি  নিশ্চিত করে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকারী মো. জিয়াউর রহমান জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসমাগমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাংলাবাজার এলাকায় অলিউর রহমান চিশতি নামে এক পথচারী পেছন থেকে জনসমাগমকে উস্কানি দিয়ে বলে মোবাইল কোর্ট অভিযানের নামে মানুষকে হয়রানি করছে। এছাড়াও তিনি সামাজিক দূরত্ব নিশ্চিত কাজে বাধা প্রদান করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এ দণ্ডাদেশ প্রদান করে।

জনস্বার্থে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই ম্যাজিস্ট্রেট।

আজকের খুলনা
আজকের খুলনা