• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বরিশালে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ৬ দোকানে ডাকাতি

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছয় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় জসিম নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

বুধবার রাত দেড়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজারে এ ঘটনা ঘটে। আহত এএসআইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বরিশাল ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, বুধবার রাত দেড়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজারে একদল ডাকাত স্পিডবোটে করে পৌঁছায়। তারা ডিবি পরিচয় দিয়ে বাজারের লোকজনের হাত বেঁধে একটি ওষুধের দোকানে আটকে রাখে।

পুলিশের একটি টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই জসিমের পেছন দিয়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তারা।

এর পর বাজারের ৬টি স্বর্ণের দোকান লুট করে। এতে আনুমানিক অর্ধশতাধিক ভরি স্বর্ণ, ১০০ ভরি রুপা ও নগদ কয়েক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এর পর আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তাকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা