• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বটিয়াঘাটায় মন্দির রক্ষায় কাবিখার টাকা আত্মসাতের অভিযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

বটিয়াঘাটা বাজার চৌরাস্তা মোড় সার্বজনীন মন্দির রক্ষায় কবিখা প্রকল্পের ২ মেট্রিকটন চালের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

সোমবার সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রজেক্ট কমিটির অন্যতম সদস্য প্রনবেশ ঢালী এক স্টাটাসে উল্লেখ করেছেন, উপজেলা পরিষদ থেকে বটিয়াঘটা ইউনিয়ন পরিষদের উপর ন্যাস্ত ৭ মেট্রিকটন চাল নদী ভাঙ্গনের করল থেকে মন্দির রক্ষার জন্যে বরাদ্দ করা হয়। ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য বিউটি বিশ্বাসকে সভাপতি মনোনিত করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি অন্য সদস্যদের সঙ্গে পরামর্শ না করেই অর্ধেক পরিমান কাজ করে কাজের সমাপ্তি ঘোষণা করেন। এব্যাপারে সদস্যরা তার কাছে জানতে চাইলে তিনি বলেন, কোথাও অর্ধেকের বেশি কাজ করা হয় না। ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে তিনি মাত্র ৮০ হাজার টাকা ব্যয় দেখিয়েছেন। বাকী টাকা বিভিন্ন কর্মকতাদের দিতে হবে বলে তিনি জানান।

এব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মনোরঞ্জন মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রকল্প একটা দেওয়া হয়েছিল, কিন্তু বিউটি বিশ্বাস কি করেছেন তা তিনি সঠিক জানেন না। এদিকে প্রকল্প চেয়ারম্যান বিউটি বিশ্বাস জানান কাজতো শেষ করেছি। অন্যদিকে কমিটির সদস্যরা জানান, প্রজেক্ট কমিটির খরচের ভাউচারে তাদের কোন স্বাক্ষর না নিয়েই প্রকল্প চেয়ারম্যান পিআইও অফিসে সাবমিট করেছেন। বিষয়টি এখন টক অপ দা বটিয়াঘাটা হয়ে দাঁড়িয়েছে। জনগণ ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরের কাজ না করে টাকা আত্মসাতের বিষয়টি তদন্ত করে দেখার জন্যে জেলা প্রশাসকসহ নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকষণ করছেন।

আজকের খুলনা
আজকের খুলনা