• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বটিয়াঘাটায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আজকের খুলনা

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

৪৮তম জাতীয় সমবায়  দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার  সকাল ১০ টায়  বর্ণাঢ্য র‌্যালী, বঙ্গবন্ধুর দর্শন ও সমবায় উন্নয়ন র্শীষক এক আলোচনাসভা সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা এর সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপাজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্র্রজিৎ টিকাদার, অবঃ সহকারী পুলিশ সুপার নিখিল চন্দ্র মন্ডল, মোঃ আমিনুর ইসলাম সাদ্দাম, সাংবাদিক মোঃ আহসান কবির, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক শাহীন বিশ্বাস, তরিকুল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, উদ্যোমি পুরুষ ও মহিলা সমবায়ীবৃন্দ। অনুষ্ঠানে সফল সমবায় সমিতি উদ্যোমি পুরুষ ও মহিলা সমবায়ী সদস্যদের সম্মাননা সরূপ ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান  প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ  সারাদেশের ন্যায় জেএসসি পরীক্ষা বটিয়াঘাটা উপজেলায় ৪টি কেন্দ্রে ১ম দিবসে বাংলা পরীক্ষায় ১ হাজার ৮ শত ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮ শত ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। গতকাল শনিবার সকাল ১০ থেকে বেলা ১ পর্যন্ত বহিষ্কার ছাড়াই শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার কেন্দ্রগুলির মধ্যে বটিয়াঘাটা থানা হেডঃ কোঃ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, খারাবাদ বাইনতলা স্কুল এ্যান্ড কলেজ, জলমা সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং জলমা চক্রাখালী ভোকেশনাল সহ মোট ৪টি কেন্দ্রে  ২৯টি মাধ্যমিক ও ১টি ভোকেশনাল বিদ্যালয়ের ৮ শত ৫৮ জন ছাত্র এবং ১ হাজার জন ছাত্রী অংশগ্রহণ করেছে বলে জানা যায়।
 

আজকের খুলনা
আজকের খুলনা