• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বটিয়াঘাটায় জলবদ্ধতার কবল থেকে ফসল রক্ষার দাবিতে স্মারকলিপি পেশ

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

বটিয়াঘাটা উপজেলা বটিয়াঘাটা ইউনিয়নের হোগলবুনিয়া মৌজার বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডে রাস্তার নিচ দিয়ে পাইপ সেট করে লেনা পানি তুলে মাছের ঘের করায় এলাকার কৃষি উৎপাদন দারুনভাবে ব্যহত হচ্ছে।

এলকার ৬৪ জন কৃষক পরিবার সম্প্রতি অবিলম্বে লবন পানি তোলা বন্ধ করে ধান, তিল চাষের প্রতিবন্ধকতা দূর করার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি প্রদানসহ সমাবেশের আয়োজন করেন। বর্ষীয়ান কমিউনিস্ট ও ক্ষেত মজুর নেতার সভাপতিত্বে বটিয়াঘাটা বাজার চত্বরে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি সমীরণ গোলদার, পার্টির কেন্দ্রীয় সদস্য এস এ রশিদ, ক্ষেত মজুর সমিতির নেতা অশোক সরকার, খুলনা জেলা কৃষক নেতা আব্দুল হান্নান প্রমূখ।

সভায় ছাত্র ক্ষেত মজুর সমিতির সদস্য কৃষক ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফুতভাবে অংশগ্রহণ করে। উপস্থিত বক্তরা কৃষিযোগ্য জমিতে নোনা পানি ঢুকিয়ে মাছ চাষ খাল নালায় বাঁধ নির্মান কেরে জলের স্বাভাবিক গতি রোধ ও মাছ শিকারিরা খালে পাটা জালপাটা দ্বারা পানি সরবরাহ বাঁধাগ্রস্থ করায় গত কয়েক বছর ধরে তিল চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ করেন। এব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন।

বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী খুলনা-২ এর নিকট অনুলিপি প্রেরণ করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা