• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গবন্ধুর ছাত্রজীবন থেকে বিভিন্ন সময়ে খুলনা সফর

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকে বিভিন্ন সময়ে খুলনা সফর করেছেন। ১৯৪২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ৬৬ বার খুলনা সফর করেন। ছাত্রনেতা হিসেবে, মন্ত্রী হিসেবে, দলীয় প্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে এবং সন্তান হিসেবে পিতা মাতার স্নেহের জন্য খুলনা সফর করেন। তার সফরের ওপর ভিত্তি করে রচিত হয়েছে ‘খুলনায় বঙ্গবন্ধু’ নামক গ্রন্থ।

বঙ্গবন্ধুর সফরের ওপর ভিত্তি করে আঞ্চলিক ইতিহাসে এই প্রথম। এ গ্রন্থে ভাষা আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টিতে স্থানীয় বিএল কলেজে ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের বক্তৃতা, কর্ডন প্রথা বিরোধী আন্দোলনে অংশ নেন, তিন মাস খুলনা জেলে অবস্থান করেন, ছয় দফা আন্দোলনে খুলনায় একাধিকবার কর্মী সভা ও জনসভায় বক্তৃতা করেন, এছাড়া শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দাদা ম্যাচ ফ্যাক্টরীতে শ্রমিকদের অনশন ভঙ্গ করান, ফাতেমা জিন্নাহর সাথে কপ আয়োজিত খুলনা সার্কিট হাউজ ময়দানে, ১৯৭০ সালের ৮ ফেব্রুয়ারি একই স্থানে নির্বাচনী জনসভা, ১৯৭২ সালের ৩১ মার্চ ও ১৯৭৩ সালের ২০ ফেব্রুয়ারি জনসভায় বক্তৃতা করেন, সন্তান হিসেবে পিতা-মাতাকে দেখতে আসার বিষয়গুলো স্থান পেয়েছে। এ গ্রন্থের রচয়িতা খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান। আগামী শনিবার স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

আজকের খুলনা
আজকের খুলনা