• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গবন্ধুর আরো দুই খুনির তথ্য আমাদের কাছে রয়েছে

আজকের খুলনা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা পালিয়ে আছেন তাদের দুইজনের বিষয়ে তথ্য হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে আজ এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। েআজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শরীফ মাহমুদ অপু জানান, অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গতকাল একজন খুনির (ক্যাপ্টেন [বরখাস্ত] আব্দুল মাজেদ) ফাঁসি কার্যকর হয়েছে। জাতি আবার ভারমুক্ত হলো। তার ফাঁসি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিব বর্ষের উপহার। বাকি আরো ৫ জন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুই জন কোথায় আছে সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সকলকে দেশে ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষকে ঘরে অবস্থান করার জন্য এবং অতিব প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য আহবান জানান।

আজ রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ধানমন্ডির বাসায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

হস্তান্তরিত এ ত্রাণ (প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। 

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

 

আজকের খুলনা
আজকের খুলনা