• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শাহজাহান

আজকের খুলনা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শাহজাহান।

তিনি এ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ‌্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক হিসেবে রয়েছেন।

এ বিষয়ে ড. শাহজাহান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে  আমাকে এসএমএসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এখনো চিঠি হাতে পাইনি।’

এদিকে অস্থায়ী উপাচার্য নিয়োগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা জানান, শাহজাহান স্যার ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জেনে আমরা স্বস্তি প্রকাশ করছি। পাশাপাশি আমরা প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন দ্রুত ফিরে আসে। আর ক্লাস ও একাডেমিক পরীক্ষাগুলো যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়।               

উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা ১২ দিন আন্দোলনের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য প্রফেসর ড.  খোন্দকার নাসিরউদ্দিন।

আজকের খুলনা
আজকের খুলনা