• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু আজ

আজকের খুলনা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

আজ রবিবার থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত দ্বিতীয় বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ এবং প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। এবারের টুর্নামেন্ট টাঙ্গাইল থেকে মাঠে গড়াচ্ছে। গতকাল শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন।

লোগো উন্মোচন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ফুটবলের জাগরণ ফিরিয়ে আনতে চাই। আগামীতে আমরা আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টও করবো।’

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে দেশে ফুটবলার তৈরির পাইপলাইন তৈরি হবে। আমরা এখান থেকে প্রতিভা পেলে তাদের নার্সিং করা হবে। তা ১০০ জন হলে ১০০ জন, ১ জন হলে একজন। আর একজন প্রতিভাবান খেলোয়াড় না পেলে বাছাই করা হবে না। লোক দেখানো কোনো কিছু না করাই ভালো।’

আজকের খুলনা
আজকের খুলনা