• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফেসবুকে উসকানিমূলক পোস্ট, শিবিরের সাথী সদস্য গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা ও মন্ত্রিসভা নিয়ে কটূক্তি করে ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আহম্মেদ সাব্বির (২৮) নামে ছাত্র শিবিরের এক সাথী সদস্যকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ বগুড়া ইউনিট।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আহম্মেদ সাব্বির শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও শিয়ালচাপড় গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সাইবার পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে শিয়ালচাপড় গ্রাম থেকে আহম্মেদ সাব্বিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি সিমসহ ১টি মোবাইল জব্দ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ লেনের জিএস ভবন থেকে একটি কম্পিউটার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আহম্মেদ সাব্বির জানান, ছাত্র শিবিরের সাথী সদস্য তিনি। তিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা ও মন্ত্রিসভা নিয়ে কটূক্তি করে ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন।

সাইবার পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিন জানান, আহম্মেদ সাব্বিরের নামে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

আজকের খুলনা
আজকের খুলনা