• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ফেসবুক লাইভ ভিডিও দেখতে টাকা লাগবে

আজকের খুলনা

প্রকাশিত: ৬ মে ২০২০  

ফেসবুকে লাইভ ভিডিও দেখতে হলে টাকা দিতে হবে। সারা বিশ্বে কোভিড-১৯ করোনাভাইরাস মহামারির সময়ে পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য এই প্রক্রিয়া চালু করা হচ্ছে।

যারা ফেসবুকে লাইভ ভিডিও করেন তারা নতুন এই ফিচারের সাহায্যে লাইভ ব্রডকাস্ট শুরু করার আগে ঠিক করতে পারবে যে, দর্শকরা এই ভিডিও বিনামূল্যে দেখতে পাবে নাকি টাকা দিয়ে দেখতে হবে।

লাইভ স্ট্রিম কিভাবে মনিটাইজ করা হবে এবং কবে থেকে লাইভ স্ট্রিমিং ফিচারের জন্য টাকা দিতে হবে সে বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানায়নি ফেসবুক।

ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে সহজেই ফেসবুক লাইভে ভিডিও দেখতে পারে সে জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে কোনও ব্যবহারকারীর যদি ডেটা সীমিত থাকে কিংবা ইন্টারনেটের স্পিড কম থাকে তাহলে তিনি চাইলে শুধু অডিও সম্প্রচার শুনতে পারবে।

কারও যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলেও চিন্তার কোনও কারণ নেই। অ্যাকাউন্ট ছাড়াই ফেসবুকে লাইভ ভিডিও দেখতে পাবেন।

এছাড়াও ফেসবুক ইভেন্ট ক্রিয়েটরদের জন্য 'অনলাইন ওনলি' নামের একটি ফিচার যুক্ত করেছে। এর মাধ্যমে সামাজিক দূরত্ব বজার রাখার অংশ হিসেবে অনলাইন ভিত্তিক বিভিন্ন ইভেন্ট পরিচালনা করা যাবে।

আজকের খুলনা
আজকের খুলনা