• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফের ভেসে গেছে ওয়াপদা বেড়ীবাঁধ

আজকের খুলনা

প্রকাশিত: ৫ মে ২০১৯  


ফণী আতংক শেষ হলেও বিপদ যেন পিছু ছাড়ছে না দাকোপের বানীশান্তা এলাকার মানুষের। ফের ভাঙনে ভেসে গেছে সেখানকার ওয়াপদা বেড়ী বাঁধ। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১ টার দিকে পশুর নদীর জোয়ারের পানির চাপে পাশাপাশি পৃথক ৪ টি স্থানে ফের ভেঙে গেছে দাকোপের বানীশান্তা বাজার এলাকার আনুমানিক ১৫০ ফুট বেড়ীবাঁধ। এ নিয়ে গত ১ সপ্তাহে তৃতীয় বারের মত ভেঙে গেল সেখানকার বেড়ীবাঁধ। বাজার এলাকার সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং কয়েক শ’ পরিবার সেখানে পানিবন্দি দূর্বিষহ জীবন কাটাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নদীতে জোয়ার থাকায় বাঁধ সংস্কারে কাজ শুরু করা সম্ভব হয়নি। গতকাল দাকোপ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ ভাঙন এলাকা পরিদর্শন করেন। নদীতে ভাটা শুরু হলে বাঁধ মেরামতের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এমন দাবী উপজেলা প্রশাসনের। উল্লেখ্য চলতি সপ্তাহে ফণী আঘাত হানার দিন এবং তার ২ দিন আগে একই স্থানের বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এ দিকে ক্ষতিগ্রস্থ ৫ শ’ পরিবারকে ত্রান সহায়তা হিসেবে গতকাল দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের পরিবার প্রতি ৫ কেজি চাল, ডাল, তৈল, লবন, চিনি, ম্যাচ, মোমবাতি, বিস্কুট, চিড়া ও মুড়ি প্রদান করে। গতকাল বেলা ১ টার দিকে বানীশান্তা ইউপি সদস্য ফিরোজ খানের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রানের মালামাল হস্তান্তর করা হয়। উল্লেখ্য ঘূর্ণিঝড় ফণীর আঘাতে দাকোপে কাচা আধা পাকা ঘর বাড়ী ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মিলিয়ে ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দেড় হাজার ঘরবাড়ী আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। এ ছাড়া শতাধীক ঘরবাড়ী সম্পূর্নরুপে ক্ষতি হয়েছে।


 

আজকের খুলনা
আজকের খুলনা