• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফের বেড়েছে সবজির দাম

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

সব ধরনের সবজির দাম ফের বাড়তে শুরু করেছে। ঈদুল আযহার আগে সবজির বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তীতে বাড়তে থাকে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অধিকাংশ ক্ষেতের সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। এমনই মন্তব্য করেছেন একাধিক ব্যবসায়ী। 
গতকাল শুক্রবার মহানগরীর বিভিন্ন বাজারে প্রতিকেজি বেগুন ৫০ টাকা, পটল ৩০ টাকা, কুশি ৪০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, উচ্ছে ৪০ টাকা, কারল ৪০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, আলু ২০ টাকা, দেশি পেঁয়াজ ৪২ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা দরে বিক্রি হয়েছে। অথচ ঈদুল আযহার আগে প্রতিকেজি বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, পটল ৩০ টাকা, কুশি ৩৫ থেকে ৩৬ টাকা, কাঁচামরিচ ৮০ থেকে ৯০ টাকা, উচ্ছে ৪০ টাকা, কাকরল ৪০ টাকা, ঢেঁড়শ ৩৫ থেকে ৩৬ টাকা, পেঁপে ২৫ টাকা, মিষ্টিকুমড়া ২৫ থেকে ২৬ টাকা, আলু ২০ টাকা, দেশি পেঁয়াজ ৪২ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা দরে বিক্রি হয়। 
নগরীর ময়লাপোতস্থ কেসিসি সন্ধ্যা বাজারে আসা ক্রেতা অধ্যাপক মোঃ হাফিজুর রহমান বলেন, ‘ঈদের পর সব ধরনের সবজির দাম বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে কাঁচামরিচের দামও বেড়ে গেছে। দাম যাতে নিয়ন্ত্রণে আসে এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।’ একইভাবে বাজারে আসা আরেক ক্রেতা জামিরুল ইসলাম বলেন, ‘সবজির দাম অনেক বাড়তি। সবজির বাজার নিয়ন্ত্রণে আনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তিনি। এ ব্যাপারে ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে বিভিন্ন ক্ষেতের সবজি গাছ মরে যাওয়ার কারণে হয়তো সবজির দাম বাড়তে শুরু করেছে।’ ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে সবজির দাম বাড়তে পারে বলে এমনই মন্তব্য করেছেন তিনি।’ নগরীর নতুন বাজারে আসা ক্রেতা জসীম উদ্দিন বলেন, ‘সবজির দাম হঠাৎ বাড়তে শুরু করেছে। সবজির দাম যেন নেমে আসে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন তিনি।’ তিনি আরও বলেন, ঈদের আগে কাঁচামরিচের দাম অনেক কম ছিল। 

আজকের খুলনা
আজকের খুলনা