• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফের পরমাণু অস্ত্র পরীক্ষার হুমকি উত্তর কোরিয়ার

আজকের খুলনা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষী নীতি অব্যাহত থাকলে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না মন্তব্য করেছেন জাতিসংঘের সদরদপ্তরে নিযুক্ত উত্তর কোরিয়ার প্রধান কূটনীতিক জো ইয়ং-চোল।

মঙ্গলবার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় উত্তর কোরিয়ার প্রধান কূটনীতিক বলেন, আমেরিকা যেহেতু পরমাণু আলোচনা শুরু করার ব্যাপারে পিয়ংইয়ংয়ের বেঁধে দেয়া সময়সীমা উপেক্ষা করেছে; কাজেই উত্তর কোরিয়া এখন সব বিধিনিষেধ উপেক্ষা করে পরমাণু অস্ত্র পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করবে।’ 

 উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে মানবিক উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিপক্ষ যেখানে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না সেখানে আমরা কেন আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব?’

গেল বছর ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠক ভেস্তে যায়। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় ওই আলোচনা ভেস্তে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

আজকের খুলনা
আজকের খুলনা