• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফুলতলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

খরিপ-১ (২০২০-২১) মৌসুমে উফশী আউশ চাষাবাদে প্রণোদনার লক্ষে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন সোমবার সকাল ১০টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন। বক্তৃতা করেন ওসি মাহাতাব উদ্দিন, ভেটনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুস সাকিব শাহিন, তাজমিনা হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, পল্লী উন্নয়ন অফিসার মোঃ আফরুজ্জামান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল আলম, সালমা সুলতানা, আল মামুন হাওলাদার, হেনা রানী সানা, কাজী নজির হোসেন, তরুন কুমার সরকার প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার ৪টি ইউনিয়নে ৩৫০ জন কৃষককে প্রণোদনার আওতায় বিঘা প্রতি ৫ কেজি উফশী আউশ বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি ১০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা