• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফায়ারিংয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন

আজকের খুলনা

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মূলত শান্তিপূর্ণ সময়ে সেনাবাহিনী প্রশিক্ষণে নিজেদের নিয়োজিত রাখে। আর এ প্রশিক্ষণের মাধ্যমে সেনা সদস্যরা দক্ষতা অর্জন করে থাকে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং (গুলি) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এ কথা বলেন।

জেনারেল আজিজ বলেন, 'সেনাসদস্যরা ফায়ারিংয়ে পারদর্শী না হলে কোনো প্রশিক্ষণই তেমন একটা কাজে আসবে না। এ কারণে তারা ফায়ারিংকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি।' 

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৫টি দল অংশগ্রহণ করে। এতে ১৯ পদাতিক ডিভিশন দল ৩১৫ দশমিক ৯৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ৩৩ পদাতিক ডিভিশন দল ৩১০ দশমিক ৩১ পয়েন্ট পেয়ে রানারআপ হয়।

এ ছাড়া প্রতিযোগিতায় ৭ ডিভিশনের অসীম কুমার শর্মা শ্রেষ্ঠ ফায়ারার এবং ১৯ ডিভিশনের মো. মেহেদী হাসান দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন।

অনুষ্ঠানে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস্ চৌধুরী ও সেনাসদরসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা