• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফর্মুলা ওয়ান কিংবদন্তি স্যার স্টার্লিং মোসের বিদায়

আজকের খুলনা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

বার্ধক্যজনিত অসুস্থতায় ৯০ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন ব্রিটিশ মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোসে। ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন মোসে। যিনি তাঁর ৫২৯ টি খেলার মধ্যে ২১২টিতেই জয় পেয়েছিলেন। তবে ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা হয়নি কখনো।

১৯৫১-১৯৬১ এই দশ বছরে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন মোসে। ঘরের মাঠে ১৯৫৫ সালে একমাত্র ব্রিটিশ চালক হিসেবে গ্রাঁ পিঁ জিতেছেন। এছাড়াও ৬৬টি ফর্মুলা ওয়ান রেসে অংশ নিয়ে জিতেছেন ১৬টিতে। এছাড়াও ১৯৫৫ থেকে ১৯৬১ এই ছয় বছরে ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপের চারটিতে জিতেছেন রানার্স আপের শিরোপা।

১৯৬২ সালে গুডউডে গ্লোভার ট্রফি খেলার সময় ক্র্যাশ করেন তিনি। এরপরে চলে যান কোমায়। প্রায় ৬ মাস পরে ফেরেন। তবে ততদিনে শরীরের এক পাশ অবশ হয়ে যায় তাঁর। বাকী জীবন শারীরিক এই অসুস্থতা নিয়ে ছিলেন। ২০১৬ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে ছুটি কাটানোর সময় হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হোন। এরপর থেকে বিছানায় কাটে স্টার্লিং মোসের সময়।

ফলে তাঁর মৃত্যুই যেন তার জন্য সুন্দরতম ছিল বলে মনে করেন মোসের স্ত্রী, ‘তিনি মরে যেন বেঁচে গেলেন। এখন তাঁকে আরও জীবন্ত লাগছে। শেষ কয়েক বছর তিনি বেঁচে থাকতেই যেন ক্লান্ত হয়ে গেছিলেন। অবশেষে তাঁর সুন্দর চোখ জোড়াতে ঘুম এলো।’

আজকের খুলনা
আজকের খুলনা