• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফরিদপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ আটক ১

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

ফরিদপুরের ভাঙ্গায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল গোপনে বিক্রয় কালে জব্দ করা হয়েছে। এসময় ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে স্থানীয়দের সহায়তায় ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামের আলমগীর মোল্লার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

এ ঘটনায় ভ্যান চালক আলমগীর মোল্লা ওরফে কালাকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান জানান, হতদরিদ্রদের চাল চোরাইভাবে বিক্রয় হচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাড়িটি তল্লাশি চালিয়ে  হাতেনাতে চালের বস্তাগুলো জব্দ করা হয়। আটক করা হয় একজনকে।

এ ঘটনায় জড়িত উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান লিটুকে আটক করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলার করা বলেও তিনি জানান।

আজকের খুলনা
আজকের খুলনা