• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফরিদপুর মেডিকেল কলেজে বসানো হচ্ছে পিসিআর

আজকের খুলনা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

অবশেষে ফরিদপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি (অনুজীব বিদ্যা) বিভাগের ল্যাবে করোনা টেস্টের জন্য পিসিআর মেশিন হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা থেকে পাঠানো মেশিনটি ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম বুঝে নেন। 

ফরিদপুর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মেশিনটা পাওয়া মাত্র কোথায় বসানো হবে তার কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে , এ সপ্তাহের মধ্য এখান থেকে করোনা ভাইরাস  টেস্ট পরীক্ষা করা যাবে।

এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে পাঠানো করোনা টেস্টের জন্য পি সি আর মেশিন আজ সকাল ৯টায় বুঝে পেয়েছি। এখন ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে মেশিন লাগানোর কাজ শুরু করবেন। আমরা খুব চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মেশিন লাগিয়ে পরীক্ষা শুরু করার জন্য।
 
তিনি বলেন, আমাদের ল্যাবের প্রস্তুতির কাজ চলছে সেই কাজও শেষ পর্যায়ে রয়েছে। আর  মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. আশরাফুল আলম করোনা টেস্টের দায়িত্ব পালন করবেন। তিনি এ বিষয়ে খুবই এক্সপার্ট। তিনি কিছুদিন আগে ঢাকার আইইডিসিআর থেকে বদলি হয়ে এখানে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন। 

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও এলজিআরডি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এ কাজে সহায়তা প্রদান করেছেন বলে জানা গেছে।

করোনার এ ঝুঁকির মাঝে বিদেশ থেকে প্রায় সাড়ে চার হাজার প্রবাসী ফরিদপুরে এসেছেন। 

এ কারণে ফরিদপুর রয়েছে সবচেয়ে ঝুঁকির মধ্যে। সাধারণ মানুষ প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিলেন ফরিদপুর মেডিকেল কলেজে করোনা টেস্টের মেশিনের জন্য। 

আজকের খুলনা
আজকের খুলনা