• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ফটিকছড়িতে ঝুঁকিপূর্ণ ব্রিজকালভার্ট

আজকের খুলনা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

ফটিকছড়ি  উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিমে দীর্ঘদিনের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ এটি। এটি ৩টি সরকারি ও আধাসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী এবং ওপারে পশ্চিমে ৫টি গ্রাম, ২টি বনবিট ও ১টি রাবার বাগানসহ প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের সংযোগস্থল এই ব্রিজটি। যাতায়াতের জন্য প্রতিদিন বৃদ্ধ, তরুণ, শিশু মিলিয়ে অন্তত ১৫-২০ হাজার পথচারী যাতায়াত করে। সেতুটির দুইপাশে কোনো রেলিং নাথাকায় এবং প্রশস্ততা কম হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এছাড়া সেতুটি দিয়ে বড় কোন যান চলাচল করতে পারে না। এদিকে ব্রিজটির নিচের অংশে পিলারগুলো অনেকটা সরে গেছে। এদিকে শান্তিরহাট উ. বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারেক গত দুই যুগ ধরে সংস্কারহীনতার কথা তুলে ধরে বলেন, এর আগে সেতুটি থেকে এ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীসহ একাধিক শিক্ষার্থী রিকশাসহ ব্রিজটি হতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। এমনকি দুর্ঘটনার শিকার হন মাদ্রাসা শিক্ষক, পথচারী শিশু ও মোটরসাইকেল চালক।

এদিকে শা. মিসকাতুননবী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মহিউদ্দিন ও মাওলানা মাহবুবুর রহমান (শিক্ষক) জানান; আর একটু সামনে এগিয়ে গেলে কাছের খিলে (স্থানের নাম)  আর একটি  ঝুঁকিপূর্ণ কালভার্ট যার পাশেই বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে ১০০ ফুটের মতো বড় একটি খাদের (ডানে)! যা দ্রুত  সংস্কারের প্রয়োজন, অন্তত হাজার হাজার স্কুলগামী শিক্ষার্থীর দুর্ঘটনার কথা বিবেচনায় এনে  উপজেলা প্রশাসনকে  উদ্যোগ নেয়ার অনুরোধ জানান। কার্যত এ দুটি ব্রিজ নির্মাণের প্রয়োজন খুব জরুরি হওয়ায় এ বিষয়ে দুটি প্রস্তাবনা দাঁতমারা ইউনিয়ন থেকে এলজিআরডি কাছে পাঠানো হলেও এখনো কোনো ফলাফল না আশায় হতাশা প্রকাশ করে অনেকে। এদিকে স্থানীয়রা এমপি নজিবুল বাশার মাইজভান্ডারির প্রশংসা করে দাঁতমারার উন্নয়নে তার সহযোগিতা চেয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা