• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের বিভিন্ন দেশে দুর্ভোগ

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরো ৫ জন। যুক্তরাজ্যের অন্তত ১০০টি জায়গায় বন্যা সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ। এদিকে, যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে।

ঘূর্ণিঝড় ডেনিসের প্রভাবে এখনও বৃষ্টি হচ্ছে যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলীয় । এতে নদীর পানি উপচে ভেসে গেছে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। বহু বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে অনেককে উদ্ধার করেছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। শুক্রবারও দেশটির অন্তত একশ' টি জায়গায় বন্যা সতর্কতা জারি ছিল।

একই দিন, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে প্রতিকূল আবহাওয়া আর বন্যা পরিস্থিতির মধ্যেই স্কাউটের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কয়েক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে অনেক শিক্ষক-শিক্ষার্থী আহত হন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান পরিচালনা করছে জরুরি সহায়তাকারী দল। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকা এখনও তলিয়ে আছে বন্যার পানিতে। অনেক রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। গত কয়েকদিন থেকেই কিছু কিছু এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। এতে বিপর্যস্ত স্থানীয় বাসিন্দাদের জনজীবন। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

আজকের খুলনা
আজকের খুলনা