• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত, বন্ধ লঞ্চ চলাচল

আজকের খুলনা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অপরদিকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। ফলে যাত্রীরা বাধ্য হয়েই ফেরিতে নদী পার হচ্ছেন। এদিকে পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে এ রুটে চলাচলকারী যাত্রী ও শ্রমিকরা। 

জানা যায়, প্রবল স্রোতের কারনে পাটুরিয়া থেকে ফেরিগুলোকে দুই-তিন কিলোমিটার উজানে গিয়ে পাড়ি দিতে হচ্ছে নদী। ফলে পারাপারে দ্বিগুন সময় লাগছে। এতে ফেরির টিপ সংখ্যা কমে গেছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে রয়েছে ঘাট সমস্যা। এ নৌ বহরের ছোট–বড় মোট ১৬টি ফেরির মধ্যে আজ সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে।

এদিকে স্রোতের বিপরীতে চলতে যেয়ে মাঝে মধ্যেই বিকল হচ্ছে ফেরি। 

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, আজ সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে। এতে যানবাহনের চাপ কমে আসছে। লঞ্চ এবং ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পথে চলাচলকারীদের  বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।  

আজকের খুলনা
আজকের খুলনা