• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রবল বর্ষণে মৎস্য বীজ উৎপাদন খামারসহ সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

ডুমুুরিয়ায় গত একদিনে প্রবল বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলাার মৎস্য বীজ উৎপাদন খামারে অফিস পাড়া। ভেসে গেছে ৬টি পুকুরে থাকা শতাধিক মন মৎস্য পোনা। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার ব্যবস্থাপক।ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থাকা ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেয়ার কারনে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। উপজেলাার মৎস্য বীজ উৎপাদন খামারের তত্ত্বাবধায়ক অফিস সহকারী মোঃ আলাউদ্দিন ও ক্ষেত্র সহকারী জেএম নিজাম উদ্দিন জানান,গতকালের টানা ৪ ঘন্টা প্রবল বৃষ্টিতে ডুমুরিয়া বাজার,মহিলা কলেজ,বাজারের দক্ষিণ আবাসিক এলাকার পানি ঢুকে মৎস্য বীজ উৎপাদন খামারে ৬টি পুকুর মূহূর্তের মধ্যে তলিয়ে যায়।

এতে ওই পুকুরে মজুদ রাখা প্রায় শতাধিক মন র্ইু,কাতল,মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা ভেসে অন্যত্র চলে গেছে। এছাড়া বাজারের বিভিন্ন ড্রেনের পঁচাবর্জ্য মিশ্রিত দূষিত পানি পুকুরে ঢুকে মাছ মরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা সকাল থেকে নেট দিয়ে পুকুরের চতুর্পাশ ঘিরে মাছের পোনা রক্ষার চেষ্টা করেছি কিন্তু এর আগে প্রচুর পানির চাপে প্রায় সকল পোনা ভেসে যায়।এতে আমাদের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তারা আরো অভিযোগ করে বলেন, ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থাকা ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেয়ার কারনে আমাদের এত বড় ক্ষতি হয়েছে। খবর পেয়ে গতকাল সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে একই কারনে ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের পুকুর,নাহিদ কাজির পুকুর,সিদ্দিক শেখের পুকুর,পান্না সরদারের পুকুরসহ অনেকের মৎস্য ঘের তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া মাহাবুব ডাক্তারের বাড়ী থেকে দলিল লেখক সমিতির সভাপতি ফাররুখ হোসেন খানের বাড়ী অভিমূখি সড়কটি তলিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন, বিষয়টি নলেজে রয়েছে। দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা নেয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা