• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রথা ভাঙা ডিজাইনে এলজি উইং, দেখতে ‘টি’ অক্ষরের মতো

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি ‘উইং’ নামে নিজেদের ডুয়াল স্ক্রিন সংবলিত নতুন স্মার্টফোন এনেছে। এটি প্রচলিত ট্রেন্ডের বাইরে গিয়ে ভিন্ন ডিজাইন; দেখতে অনেকটা ইংরেজি বর্ণ ‘টি’-এর মতো।

ডিভাইসটিতে ডিসপ্লে দুটি; তবে ফোল্ডেবল ফোনের সঙ্গে এর মিল নেই। উপরের স্ক্রিন ঘোরালেই নিচ থেকে বের হবে আরেকটি স্ক্রিন। ফলে একইসঙ্গে দুই স্ক্রিনে দুটি ভিন্ন অ্যাপ চালানো যাবে।

এলজির দাবি, ফোনটি পানি নিরোধী এবং এর উপরের স্ক্রিন ২ লাখ বারেরও বেশি ঘুরানো যাবে। ক্যামেরা চালু করলে বড় স্ক্রিনে ছবি তোলা যাবে। নিচের স্ক্রিনটি ট্রাইপডের অভাব কিছুটা হলেও পূরণ করবে। ফলে ছবি তোলার সময় ফোন খুব শক্ত করেই ধরা যাবে।

সম্প্রতি প্রকাশিত এক টিজার ভিডিওতে ডিভাইসটির বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে দেখা যায়, ডিভাইসটিতে দুটি আলাদা স্ক্রিন থাকবে। বাজারে বিদ্যমান অন্যান্য ব্র্যান্ডের ডুয়াল স্ক্রিনের ডিভাইস থেকে সম্পূর্ণ আলাদা হবে এলজির ডিভাইসটি। এর স্ক্রিন স্লাইড করে ওপরে ওঠানো যায় এবং ঘুরিয়ে ইংরেজি ‘টি’ অক্ষরের মতো আকার দেয়া যায়। 

জানা গেছে, ওএলইডি প্যানেলের স্ক্রিন দুটির আকার হবে ৬.৮ ও ৩.৯ ইঞ্চি। নচহীন ফোনটিতে থাকবে ৩২ মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরা। পেছনে থাকবে ৬৪, ১৩ ও ১২ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা। ফাইভজি ফোনটির প্রসেসর ৭৬৫জি, র‍্যাম ৮ জিবি ও স্টোরেজ ২৫৬ জিবি। ওয়্যারলেস চার্জিং সাপোর্টসহ ব্যাটারির শক্তি ৪ হাজার এমএএইচ। এতে আরো আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।

বিবৃতিতে এলজি জানায়, একটি নতুন এবং ভিন্ন আকার ও মোবাইল অভিজ্ঞতা দেবে উইং, যা প্রথাগত স্মার্টফোন দিয়ে পাওয়া সম্ভব নয়। তবে স্মার্টফোনটির দাম এখনো প্রকাশ করেনি এলজি।

আজকের খুলনা
আজকের খুলনা