• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রথমবারের মতো ট্রেনে করে বাংলাদেশে শুকনা মরিচ পাঠাচ্ছে ভারত

আজকের খুলনা

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

প্রথমবারের মতো বাংলাদেশি ট্রেনে করে শুকনা মরিচ পাঠাচ্ছে ভারত। বিশেষ পার্সেল ট্রেনে করে এই মরিচ পাঠানো হবে বলে শুক্রবার জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুশ গয়াল।

অন্ধ্র প্রদেশ এই শুকনা মরিচ বাংলাদেশ পাঠানো হবে জানিয়ে এক টুইটে তিনি বলেছেন,‘জাতীয় সীমান্তের বাইরে রপ্তানি বাড়াতে প্রথমবারের মতো বিশেষ পার্সেল ট্রেনে করে বাংলাদেশে শুকনা মরিচ পাঠানো হচ্ছে।’

দক্ষিণ মধ্য রেলপথের গুন্তুর স্টেশন থেকে স্পেশাল পার্সেল এক্সপ্রেস (এসপিই) গুন্তুরের রেডডিপ্লেম থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত ১৩৭২ কিলোমিটার দূরত্বে ৩৮৪ টন পার্সেল নিয়ে যাচ্ছে।

এর আগে ৪ মে ২০২০ ভারতীয় হাই কমিশন আয়োজিত ভিডিও কনফারেন্স বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজ করার জন্য বাংলাদেশের রেল মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত রেল উপদেষ্টা অনিতা বারিক বলেছেন, ফ্রেইট সার্ভিসেস ব্যতীত এই নতুন পরিষেবা ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে তুলবে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস অন্ধ্রপ্রদেশের গুন্তুর জেলা ও এর আশেপাশের এলাকাগুলো থেকে এর আগে বাংলাদেশে ট্রাকে করে মরিচ পাঠানো হতো তবে এবারই প্রথম এখান থেকে ট্রেনে করে বেনাপোল সীমান্ত পর্যন্ত মরিচ পাঠানো হবে। এছাড়া দেড় হাজার টনের নিচে মালবাহী ট্রেনে কোনো পণ্য পাঠাতে পারেন না কৃষক ও ব্যবসায়ীরা। এবার পার্সেলে ট্রেনে সেই সীমা কমিয়ে প্রতি ট্রিপে সর্বোচ্চ ৫০০ টন করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা