• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রতিদিন ড্রায়ার তো ব্যবহার করেন, এর ক্ষতিকর দিকগুলো জানেন কি?

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

গোসলের পর চুল শুকানো ঝামেলাই বটে। বিশেষ করে প্রতিদিন যাঁদের বাইরে কাজ থাকে। চুল শুকাতে তাই অনেকেই হেয়ার ড্রায়ারের ব্যবহার করেন। হেয়ার ড্রায়ার নিয়মিত ব্যবহার করলে চুলের বেশ ক্ষতি হয়, এটা কমবেশি সবারই জানা।

তার উপরে যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয়, তাহলে চুলের আগা ফাটাসহ চুল পড়ে যাওয়ার লক্ষণ দেখা দেয়। হেয়ার ড্রায়ার চুলের ময়েশ্চারাইজার শুষে নেয়। তাই চুল শুকাতে হেয়ার ড্রায়ারের ব্যবহার কমিয়ে আনা উচিত। এরপরেও যদি নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করতেই হয়, তবে মানতে হবে বেশ কিছু সতর্কতা। এই সতর্কতা মেনে চললে চুল ভালো থাকবে পাশাপাশি চুল পরা কমে যাবে। চলুন তবে জেনে নেয়া যাক সতর্কতা সম্পর্কে-  

> হেয়ার ড্রায়ারে দুইটি অপশন রয়েছে। একটি ঠাণ্ডা বাতাস, অন্যটি গরম বাতাস। যদিও গরম বাতাসে চুল দ্রুত শুকায়, তারপরও ঠাণ্ডা বাতাস দিয়ে চুল শুকানো উচিত।

> চুল শুকানোর পর অবশ্যই ভালো মানের হেয়ার সিরাম ব্যবহার করতে হবে।

> নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে সপ্তাহে অন্তত তিন দিন চুলে তেল দেয়া আবশ্যক। এতে চুল ভালো থাকবে।

 হেয়ার ড্রায়ার ব্যবহার না করে চুল শুকানোর উপায়

> চুল শ্যাম্পু করার পর ভালোভাবে তোয়ালেতে পেঁচিয়ে নিন। দেখবেন তাতেই চুলে থাকা ৭০ থেকে ৮০ শতাংশ পানি শুকিয়ে যাবে।

> মাইক্রো ফাইবারযুক্ত তোয়ালে ব্যবহার করুন।

> শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলে চুল দ্রুত শুকায়।

আজকের খুলনা
আজকের খুলনা