• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পোকার আক্রমণে বিস্তীর্ণ জমির আমন ধান নষ্ট

আজকের খুলনা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

পোকার আক্রমণ, ঘূর্ণিঝড় বুলবুল ও লবণ পানির কারণে রূপসা উপজেলার জাবুসার এলাকার দুই হাজার বিঘা জমির ধান নষ্ট হয়েছে।

রূপসা উপজেলার জাবুসার পশ্চিমপাড়ায় বিলে প্রতিবছর নাবি রোপা আমন ধান চাষ করা হয়। এ বছর হঠাৎ বাদামী গাছ ফড়িং ও ‘কারেন্ট’ পোকার আক্রমণে ধান গাছ শুকিয়ে মরে যাচ্ছে। কারেন্ট পোকা ধান গাছের গোড়ায় বসে রস শুষে নিচ্ছে। এতে গাছ পুড়ে খড়ের মতো হয়ে যাচ্ছে। কৃষকরা জানায়, কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না।

এছাড়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাত এবং জমিতে লবণ পানি জমে থাকায় ধান গাছে কীটনাশক প্রয়োগ, আলোক ফাঁদ বিতরণসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে, জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

জমিতে পানি জমে থাকলে এ ধরনের পোকার আক্রমণ হয় এবং এ পরিস্থিতিতে সহায়তার আশ্বাস দিলের এ কর্মকর্তা। সরকারী সহযোগিতা পেলে এসব এলাকার কৃষক আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছে সংশ্লিষ্টরা ।

আজকের খুলনা
আজকের খুলনা