• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পৃথিবী কি ঘুরছে? কুরআন কী বলে?

আজকের খুলনা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯  

প্রশ্ন: কুরআন শরীফ -এ কী বর্ণনা রয়েছে যে, পৃথিবী কি ঘুরছে না কি ঘুরছে না?

উত্তর: কুরআন স্রষ্টার বিধান পালন করে আখেরাতের অনন্ত জীবনে সুখী বানানোর নির্দেশনা সম্বলিত একটি ঐশী গ্রন্থ। কোনো বৈজ্ঞানিক থিউরী গ্রন্থ নয়। তাই বৈজ্ঞানিক সাব থিউরী কুরআন থেকে প্রমাণের চেষ্টা করা বা আশা করা উভয়টিই বোকামী।

তবে যেহেতু কুরআন স্রষ্টা কর্তৃক প্রেরিত তগ্রন্থ। তাই প্রমাণিত কোনো বৈজ্ঞানিক থিউরীর উল্টো কুরাআন হবে না।

তবে কুরআন প্রসঙ্গক্রমে যদি কোনো বৈজ্ঞানিক থিউরীর কথা বলে, তাহলে সেটিই সঠিক। অতীত বা বর্তমানের বিজ্ঞানের থিউরী যদি কুরআনের আয়াতের উল্টো মনে হয়, তাহলে বুঝতে হবে, বিজ্ঞানীদের গবেষণায় ভুল আছে।

কুরআনে কোনো ভুল নেই। যখন বিজ্ঞানীরা সঠিক তথ্যে পৌঁছতে পারবেন, তখন বুঝতে পারবেন যে, কুরআনের বলা তথ্যটিই একমাত্র সঠিক।

মোটকথা হল, বৈজ্ঞানিক থিউরী কুরআনে খোঁজা বোকামী ছাড়া কিছু নয়। এটা কোনো বৈজ্ঞানিক থিউরী গ্রন্থ নয়। তাই সব বিজ্ঞানের সব থিউরী এখানে পাওয়া যাবে না এটাই বাস্তব।

পৃথিবী ঘুরছে নাকি ঘুরছে না? কুরআন এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য প্রদান করেনি। আর কুরআনের আলোচ্য বিষয়ও এটা নয়।

তবে কুরআনে এতটুকু আছে যে আসমানের চাঁদ ও সূর্য আপন কক্ষপথে ঘুর্ণায়মান। এটা কুরআনের বক্তব্য।

সেই সাথে এটা বিজ্ঞানের প্রমাণিত সত্য যে, কুরআনের এ তথ্যটি সঠিক। চাঁদ ও সূর্য নামক গ্রহ দু’টি তার আপন কক্ষপথে ঘুর্ণায়মান।

কিন্তু পৃথিবী ঘুরে কী ঘুরে না? এ বিষয়ে কুরআন নিশ্চুপ। তাই এ বিষয়ক বৈজ্ঞানিক থিউরীকে কুরআন বিরোধী বলারও কোনো সুযোগ নেই।

কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?  [সূরা আম্বিয়া-৩০]

তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। [সূরা আম্বিয়া-৩৩]
 

আজকের খুলনা
আজকের খুলনা