• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পুলিশ হাসপাতালের প্রশংসায় চীনের বিশেষজ্ঞ দল

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জুন ২০২০  

ঢাকা সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসাসেবা প্রদান এবং করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রটোকলের ভূয়সী প্রশংসা করেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, চীনা চিকিৎসক প্রতিনিধি দলের সদস্যরা গত রোববার সিপিএইচ পরিদর্শন করেন। ওই সময় তারা চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
 

সিপিএইচ কর্তৃপক্ষ জানায়, শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা দেওয়া নয়, গ্লাভস, মাস্ক, পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের সঠিক পদ্ধতির ওপরও বায়োসেফটি ও বায়োসিকিউরিটি বিষয়ক সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করছেন তারা। পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় সিপিএইচে কভিড আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ফলে ইতোমধ্যে এ হাসপাতাল থেকে সর্বোচ্চ সংখ্যক কভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

আজকের খুলনা
আজকের খুলনা