• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পুলিশ সদস্যের আত্মহত্যা, স্ত্রী-শাশুড়িকে গ্রেপ্তারের দাবি

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার প্ররোচনার জন্য তার স্ত্রী ও শ্বাশুড়িকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন এইড ফর মেন ফাউন্ডেশনের সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, সমাজে পুরুষের প্রতি সহিংসতার ঘটনা ক্রমাগত বেড়েই চলছে। নারী-পুরুষ উভয়ই নির্যাতনের শিকার হলেও পুরুষ কখনও আইনের সহায়তা পায় না বলে জানান তারা। 

গত ২৩ই জানুয়ারী রাজধানীর মিরপুরে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন আবদুল কুদ্দুস নামে এক পুলিশ সদস্য। আত্মহত্যার আগে কুদ্দুস তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্ত্রী ও শ্বাশুড়ির মানসিক অত্যাচারের কথা জানান। মানববন্ধন থেকে বক্তারা বলেন, শুধুমাত্র শারিরীক নির্যাতনেই নয়, নারীদের মানসিক যন্ত্রণায় অতিষ্ট হয়ে প্রতিনিয়ত প্রাণ বিসর্জন দিচ্ছেন অসংখ্য পুরুষ। তাই, পুরুষের মানসিক স্বাস্থ্য ও আইনি সুরক্ষা দিতে রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আজকের খুলনা
আজকের খুলনা